বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন একটি বিজ্ঞাপনী সংস্থার পরিচালক। গতকাল পার্লামেন্ট স্ট্রিট থানায় ওই মহিলার অভিযোগের পর বিহার ক্রিকেট সংস্থার কার্যকরী সভাপতি রাকেশ তিওয়ারি বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গত বছরের জুলাই মাসে। অভিযোগকারী মহিলা রবিবার এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন এবং পরের দিন এই ঘটনায় ধর্ষণ এবং হামলা সংক্রান্ত ধারার অধীনে এফআইআর দায়ের করা হয়।

গুরগাঁও নিবাসী ওই মহিলার অভিযোগ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন গত বছরের মার্চে তাঁদের আয়োজিত একটি টুর্নামেন্টের বিজ্ঞাপনের কাজ পরিচালনার জন্য তাঁর ফার্মের সঙ্গে যোগাযোগ করে। এরপরে কাজ শেষ হলেও ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের বিল মেটানো হয়নি। গত ১২ জুলাই রাকেশ তিওয়ারি দিল্লিতে থাকাকালীন তিনি বকেয়া পরিশোধের অনুরোধ নিয়ে তাঁর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। সে সময় রাকেশ তিওয়ারি তাঁর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাঁকে একটি পাঁচতারা হোটেলে নিয়ে যান এবং সেখানে তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ।