খারকিভ ছেড়ে বেরিয়ে এসেছে প্রায় সমস্ত ভারতীয়রাই, এখন নজর সুমিতে; জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ছেড়ে বেরিয়ে এসেছেন প্রায় সমস্ত ভারতীয়রাই। তবে এখনও সুমিতে আটকে রয়েছেন শত শত শিক্ষার্থী। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনের পিসোচিন এবং খারকিভে আটকে থাকা সমস্ত ভারতীয়কে আগামী কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে। তবে এই মুহূর্তে লক্ষ্য সুমি। এখনও পর্যন্ত তিনটি বাস পিসোচিনে পৌঁছেছে এবং শীঘ্রই পশ্চিম ইউক্রেনের পথে রওনা হবে। এদিন একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “সুমি থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হল লাগাতার গোলাবর্ষণ, সহিংসতা এবং পরিবহনের অভাব।” তিনি আরো বলেন,”আমরা সেখান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একাধিক বিকল্প অনুসন্ধান করছি।”