রাজ্য

করোনা আবহে শান্তিনিকেতনে পৌষ মেলা না হলেও পালিত হচ্ছে উৎসব

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: আজ ৭ই পৌষ। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয় এই দিনেই। কিন্তু এই বছর বিষন্ন শান্তিনিকেতন। কারণ এই বছর করোনার কারণে বন্ধ পৌষ মেলা।তবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পালন করছে পৌষ উৎসব। সেইমতো চিরাচরিত প্রথা মেনে ১২৬ তম পৌষ উৎসব পালন করা হচ্ছে। ৭ই পৌষ সকালে ছাতিমতলার উপাসনার মধ্য দিয়ে শুরু হলো উৎসব।তবে মেলা না হওয়ায় মন খারাপ ছাত্রী থেকে পর্যটক সকলেরই।আগামিকাল বিশ্বভারতীর শতবর্ষ উৎযাপন হবে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল,কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী,ভার্চুয়ালি যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শতবর্ষে সাজো সাজো রব বিশ্বভারতীতে।

Related Articles

Back to top button
error: