অমর্ত্যর বাড়ি ভাঙা আটকাতে বাড়ির সামনে অবস্থানে বসার নির্দেশ মমতার!

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি সাংবাদিক সম্মেলন থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে আসলে প্রতিবাদ স্বরূপ তার বাড়ির সামনে অবস্থানে বসার হুমকি দিয়ে ছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে চাপে ফেলতে মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আগামী ৭-৮ মে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র সামনে অবস্থানে বসার। সেই অবস্থান বিক্ষোভে বীরভূমের তৃণমূল নেতাদেরও থাকতে বলা হয়েছে। তাছাড়া সেখানে থাকবেন বিভিন্ন শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী-সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ।