রাজ্য

“কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষ্মণ”, করোনা মোকাবিলায় কেন্দ্রের সমালোচনা করলেন অমর্ত্য সেন

টিডিএন বাংলা ডেস্ক: করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শনিবার রাতে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অর্থনীতিবিদ অ্যাডান স্মিথকে উদ্ধৃত করে অমর্ত্য সেন বলেন, কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষণ, ভারত সেটাই করেছে। কেউ ভাল কাজ করলে, আপনা আপনিই সে কৃতিত্ব অর্জন করে।

শুধু তাই নয়, করোনা মোকাবিলায় মোদী সরকারকে দ্বিধাগ্রস্ত বলেও মন্তব্য করেছেন অমর্ত্য সেন। তিনি বলেন, এই অতিমারীর মোকাবিলায় শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি ভারত, কারণ সরকার ছিল দ্বিধাগ্রস্ত। তাঁর অভিযোগ, করোনা মোকাবিলায় কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত কেন্দ্রীয় সরকার। এই ‘সিজোফ্রেনিয়া’র কারণেই দেশজুড়ে ভয়াবহ হয়ে উঠেছে করোনার দাপট।

নোবেজয়ী অর্থনীতিবিদের মতে, বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত, এমন একটা প্রচারের চেষ্টা করেছে কেন্দ্র সরকার। এর ফলে সমস্যা বেড়েছে, মানুষের জীবনের উপর যার প্রভাব পড়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে অমর্ত্য সেন বলেছেন, ভারত নিজের শক্তি অনুযায়ী কাজ করতে পারেননি। সরকার দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণেই এই সংকট মোকাবিলায় যথাযথ কাজ হয়নি।

তিনি আরো বলেন, অতিমারি মোকাবিলার ক্ষেত্রে ওষুধ উৎপাদন ক্ষমতা ও উচ্চ প্রতিরোধ ক্ষমতার জন্য ভারত বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু দেখা যাচ্ছে, সরকার রোগ সারা দেশে ছড়িয়ে পড়া রোধের জন্য ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তার কাজের কৃতিত্ব নিতেই বেশি আগ্রহী ছিল। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা আগাম লক্ষ্মণ এবং ট্রিটমেন্ট প্রোটোকলে পর্যালোচনার ক্ষেত্রেও সমস্যা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সার্বিকভাবে আর্থিক ও সামাজিক নীতি সহ স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় গঠনমূলক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন অমর্ত্য সেন।

Related Articles

Back to top button
error: