টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যে ভুয়ো ঘটনা যেন থামার নামই নিচ্ছে না। যা রাজ্য প্রশাসনের কাছে একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুয়ো সরকারি আধিকারিক, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো চিকিৎসকের পর এবার সন্ধান মিলল ভুয়ো কল সেন্টার। তাও আবার এ রাজ্যের রাজধানী কলকাতাতেই। নানা বিতর্কের মাঝে এই ভুয়ো কল সেন্টারের সন্ধান অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শহর কলকাতার কাছে।
জানা যাচ্ছে আন্তর্জাতিক প্রখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজনের নামে এবার কলকাতায় ভুয়ো কলসেন্টার খুলেছে প্রতারকরা। সূত্রের খবর জনপ্রিয় এই সংস্থার নাম ব্যবহার করে গ্রাহকদের প্রতারণার কাজ চলত এখান থেকে। এই খবর পুলিশের কাছে পৌঁছাতেই এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
ঠিক কী অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ? গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে তারাতলার ওয়েবেল আইটি পার্কের একটি অফিসে ই-কমার্স সংস্থা অ্যামাজনের নামে প্রতারণা চক্রের কাজ চলছে। খবর পাওয়া মাত্রই পুলিশ তার পুরো ফোর্স নিয়ে গিয়ে সেই তারাতলার অফিসে হানা দেয়। সেই দলে ছিল পুলিশ অফিসার এবং কনস্টেবলের একাংশ। সেখানে গিয়ে দেখে কম্পিউটার, টেলিফোন সহ নানা গ্যাজেট নিয়ে বসে আছে প্রতারণা কারীরা।
পুলিশকে দেখা মাত্রই ভীত হয়ে পড়ে প্রতারণাকারীরা। চাপের মুখে স্বীকার করে নেয় তাদের সকল কুকীর্তি। সূত্রের খবর এখানে অ্যামাজনের ভুয়ো কাস্টমার কেয়ার সেন্টার খোলা হয়েছিল। যেখানে প্রতারণাকারীরা নিজেদেরকে গ্লোবাল সংস্থার লাইফস্টাইল কর্মী হিসেবে পরিচয় দিত। এই চক্রের সাথে জড়িত ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে। গ্রেফতারকৃত যুবকদের বয়স ১৯ থেকে ২৮ এর মধ্যে। তাদের মধ্যে একজনের বয়স ৩৬ বছর। উল্লেখ্য তারাতলার এই ঘটনা প্রথম নয়, এই ধরনের ঘটনা এর আগে সল্টলেক ও তপসিয়ায়ও ঘটতে দেখা গিয়েছে। সোমবারের ঘটনার পর গত কয়েক মাসে এই ধরনের প্রতারণা চক্রের দায়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৪২।