HighlightNewsদেশ

অরুণাচলে নিখোঁজ ১৯ শ্রমিকের মধ্যে মিলল আরো ৮ জনের হদিশ, নিহত ৩, ১১ এখনও নিখোঁজ

টিডিএন বাংলা ডেস্ক: অরুণাচল প্রদেশের কুরুং জেলায় নিখোঁজ ১৯ জন বিআরও শ্রমিকের মধ্যে আরও আটজনকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে, এখনও পর্যন্ত তিনজন শ্রমিক মারা গেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে একটি প্রকল্পে কর্মরত ১৯ জন শ্রমিক ৫ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। এরপর ১৮ জুলাই ভারত চীন সিমেন্টের কাছে কুরুং কুমে জেলার একটি নদীতে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া যায়। যারপর বাকি শ্রমিকদের অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়। জোরকদমে শুরু হয় উদ্ধারকার্য। এরপর শনিবার ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ৫ জন শ্রমিককে হুরি থেকে নাহারলাগুনে এয়ারলিফট করে নিয়ে আসে। জানা গিয়েছে, নিহতদের নাম হিকমত আলী (৩৮), ফোরিজুল হক (১৮) ও বাজেদ আলী (১৯)। কর্মকর্তাদের মতে, ভুল বাঁক নেওয়ার পর এই শ্রমিকরা পথ হারিয়ে ফেলেন।

Related Articles

Back to top button
error: