আমফান ত্রাণের দুর্নীতি মামলার তদন্তের নির্দেশ বহাল, খারিজ রাজ্যের আবেদন

টিডিএন বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় আমফান ত্রাণের দুর্নীতি মামলায় ক্যাগকে তদন্তের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। মামলার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হয় রাজ্য। যদিও সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে স্পষ্টতই জানানো হয়েছে, এই মামলায় রাজ্যকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আর সময় দেওয়া সম্ভব নয়। তবে তারা প্রয়োজনে উচ্চ আদালতে মামলা করা যেতে পারে।