HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিনে খবর সংগ্রহ করতে গিয়ে ইসরাইলী সেনার গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক

টিডিএন বাংলা ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে খবর সংগ্রহ করতে গিয়ে ইসরাইলী সেনার গুলিতে নিহত হলেন আল জাজিরার সাংবাদিক। পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের উদ্দেশ্যেই বের হয়ে ছিলেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিজার এক সাংবাদিক শিরীন আবু আকলেহ। সেই সময়ই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার (১১ মে) সাংবাদিক শিরীন আবু আকলেহের মৃত্যুর খবর তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইহুদিবাদী সেনারা জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস সামরিক অভিযান চালাচ্ছিল ইহুদিবাদী ইসরাইল। আল-জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ ওয়েস্ট ব্যাঙ্কে ওই হামলার খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইসরাইলের সেনা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানা গিয়েছে। সেই ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, শিরীন আবু আকলেহকের মাথায় গুলি করা হয়েছে। তবে এই হামলায় তিনি একাই গুলিবিদ্ধ হননি। তারই সঙ্গে ওই হামলার খবর সংগ্রহ করতে যাওয়া জেরুজালেমের আল-কুদস পত্রিকার আরেক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে খবর।

ওয়েস্ট ব্যাঙ্কের ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে নতুন করে অবৈধ বসতি গড়ার ছক কষেছে ইসরাইল। সেই কারণেই এই শহরে লাগাতার তীব্র সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনা। বুধবার সেই হামলারই বলি হলেন সাংবাদিক শিরিন। আল-জাজিরার রামাল্লা প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছে, আমরা এখন পর্যন্ত জানি- শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। এসময় শিরিন আখলার মাথায় একটি গুলিবিদ্ধ হয়। এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনি সাংবাদিক সমাজের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন নিদা ইব্রাহিম। এছাড়া ওপর এক ফিলিস্তিনি সাংবাদিক আলী আসমুয়াদি ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজকে জানান, ইসরাইলী সেনারা যখন গুলি চালায় তখন তাদের গায়ে প্রেস ভেস্ট ছিল। এরপরও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে ইসরাইলের সামরিক বিভাগ এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

যদিও ফিলিস্তিনে খবর সংগ্রহ করতে গিয়ে ইসরাইলী সেনার গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর পূর্বেও ইসরাইলী সেনাদের নৃশংস সামরিক অভিযানের সত্য খবর প্রকাশ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে অনেক সাংবাদিককেই। এবার ইসরাইলি সেনার বর্বর আক্রমণের শিকার হলেন আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ। শিরিন আবু আকলেহ ২০০০ সাল থেকে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের সঙ্গে কাজ করে আসছিলেন। ওই বছর ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হয়। এদিকে তার হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিককে গুলি করে হত্যা নিয়ে সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। নিন্দার ঝড় উঠেছে সব জায়গা থেকেই।

Related Articles

Back to top button
error: