HighlightNewsদেশ

গুরুগ্রামে সম্প্রীতির নজির, নমায পড়তে খুলে দেওয়া হল গুরুদ্বারের দরজা

টিডিএন বাংলা ডেস্ক : গুরুগ্রামে মুসলিমদের নামায পড়ার ব্যবস্থা করা হল গুরুদ্বারে। এই সিদ্ধান্ত নিল গুরুদ্বার অ্যাসোসিয়েশন। এরফলে নামায পাঠকে কেন্দ্র করে গুরুগ্রামের একাধিক জায়গায় যে অশান্তির খবর আসছিল, এদিনের এই খবর সম্প্রীতির নজির গড়ল তা বলাবাহুল্য।
বিগত কয়েকদিন ধরেই নামায পাঠকে কেন্দ্র করে গুরুগ্রামের একাধিক জায়গায় অশান্তির খবর আসছিল। খোলা জায়গায় নামায পাঠের আপত্তি জানিয়েছিল বেশ কয়েকটি হিন্দু সংগঠন। তারপরই গুরুগ্রামের বেশ কয়েকটি জায়গায় নামায পড়ার অনুমতি প্রত্যাহার করে প্রশাসন। সমস্যা সমাধানে এগিয়ে এলেন শিখরা। এলাকার শিখরা মুসলিমদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, গুরুদ্বারে তারা নামায পড়তে পারে। ঘটনাচক্রে শুক্রবার গুরুনানকের জন্মদিন। প্রতিটি গুরুদ্বারেই তার উদযাপন করা হবে। কিন্তু তা সত্ত্বেও প্রার্থনায় বাধা পড়বে না বলে জানিয়েছে শিখ ধর্মাবলম্বীরা।

এদিকে মুসলিম সম্প্রদায় স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সেখানে জানানো হয়েছে, বারবার হিন্দু সংগঠনের তরফে নমাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে। এতে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে আশঙ্কা প্রকাশ করেন তারা। গুরদ্বার গুরু সিং সভা’র সভাপতি শেরদিল সিং সিধু আরও বলেন, “আমরা সাধারণ বিষয় নিয়ে অশান্তি তৈরি করি না। যাঁরা খোলা জায়গায় নমাজ পড়া নিয়ে আপত্তি করছেন, আমার মনে হয় তাঁদের এই বিষয়ে প্রশাসনকে জানানো উচিত।”

Related Articles

Back to top button
error: