HighlightNewsদেশ

৫১ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে জম্মু-কাশ্মীরের জন্য, জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা বাতিল হওয়ার পর এখনো পর্যন্ত জম্মু-কাশ্মীর সরকার ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বলে বুধবার রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এদিন একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য সামনে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলে শিল্পের বিকাশকে আরো উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, জম্মু ও কাশ্মীর সরকার জম্মু ও কাশ্মীর শিল্পনীতি, জম্মু ও কাশ্মীর বেসরকারি শিল্প সম্পদ উন্নয়ন নীতি এবং জম্মু ও কাশ্মীর শিল্প জমি বরাদ্দ নীতির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি বলেন, ভারত সরকার গত বছর ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রশাসিত অঞ্চলের শিল্প উন্নয়নের জন্য নতুন কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ২০৩৭ সাল পর্যন্ত ২৮,৪০০ কোটি আর্থিক ব্যয়ের সাথে মূলধন বিনিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।
তিনি আরো বলেন,”এই স্কিম চার ধরনের ইনসেনটিভ প্রদান করে যেমন মূলধন বিনিয়োগ ইনসেনটিভ, মূলধন সুদের সাবভেনশন, পণ্য ও পরিষেবা ট্যাক্স লিঙ্কড ইনসেনটিভ এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট সাবভেনশন।”

Related Articles

Back to top button
error: