ভেঙে পড়ল বড়বাজারের পুরানো একটি বাড়ি, গুরুতর আহত পাঁচজন

প্রতীকী ছবি

Rescuers work at a site where an overpass for a metro partially collapsed with train cars on it at Olivos station in Mexico City, Mexico.(REUTERS)
Rescuers work at a site where an overpass for a metro partially collapsed with train cars on it at Olivos station in Mexico City, Mexico.(REUTERS)

টিডিএন বাংলা ডেস্ক:  শুরু হয়েছে দুর্গাপুজো আর ঠিক তার শুরুতেই কলকাতার বড়বাজার এলাকায় নেমে এল বিপর্যয়। বড়বাজার এলাকায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ির ভেতর থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এখনও অনেকেই চাপা পড়ে আছেন বাড়ির ধ্বংসস্তূপের নিচে। উল্লেখ্য যে, রবীন্দ্র সরণী এলাকার ওই বাড়িটি কলকাতা পুরসভার বিপজ্জনক বাড়ির তালিকাতে ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর বাড়িটির দোতলার একটি বারান্দা ভেঙে গিয়েই বিপত্তি ঘটে। অভিযোগ কলকাতা শহরে এমন অসংখ্য বাড়ি আছে যেগুলো অত্যন্ত বিপদজনক অবস্থায় আছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ সমস্ত বাড়িগুলি দ্রুত ভেঙে ফেলা উচিত বলে মত বিশেষজ্ঞদের। একাধিকবার এই ধরনের বাড়ি ধ্বসের ঘটনা ঘটেছে কলকাতায়। কোন কোন ঘটনায় এক বা একাধিক মানুষের মৃত্যুও হয়েছে। এই সমস্ত বিপদজনক গাড়িগুলো ভেঙে ফেলার ব্যাপারে কলকাতা পৌরসভার কি পরিকল্পনা আছে এমন প্রশ্নের উত্তরে কলকাতা পৌরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে সমস্যার জেরেই এই বিপত্তি। দু’পক্ষের বিবাদের মধ্যেই বিপজ্জনক বাড়ি ভাঙা সম্ভব হয় না। তবে কোর্টের হস্তক্ষেপ চাইছি। মানুষ এভাবে বিপদে পড়ছেন, এর থেকে রেহাই চাই। আমরা তালিকা করে কোর্টকে জানাব। প্রায় ৩ হাজার বাড়ি রয়েছে বিপজন্নক। অতি বিপজ্জনক বাড়ির সংখ্যা ১০০। এগুলি অবিলম্বে ভেঙে ফেলা প্রয়োজন।’