টিডিএন বাংলা ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই ঘটবে পরীক্ষার্থীদের দীর্ঘ দিনের আশা-আশঙ্কার অবসান। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আর পরীক্ষার্থীরা তার ঠিক এক ঘন্টার মধ্যে সকাল ১০টায় ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবে। একই সময়েই স্কুলগুলির তরফেও মার্কশিট দেওয়া শুরু হবে। ইতিপূর্বেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সোমবারই বিজ্ঞপ্তি জারি করে সেই তথ্য জানানো হয়েছিল।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। আর ফল প্রকাশ করা হচ্ছে ৩ জুন। অর্থাৎ এবছর পরীক্ষার মাত্র ৭৮ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে। চলতি বছরে মাধ্যমিকে বসে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
পরীক্ষার্থীরা যে সমস্ত ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন সেগুলি নীচে উল্লেখ করা হল-
১)West Bengal Madhyamik result 2022 Live:
২)Subscribe to Notifications, ৩)www.wbbse.wb.gov.in, ৪)wbresults.nic.in, ৫)www.exametc.com,
৬)www.fastresults.in,
৭)www.schools9.com
৮)www.resultsshiksha
৯)www.indiaresults.com
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
প্রথমে wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যাবেন। তারপর ‘WBBSE class 10th Results’ লিঙ্কে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ চাইবে।
সেটা দেওয়ার পর’Submit’-এ ক্লিক করবেন। এবার আপনার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনার স্ক্রিনে ভেসে উঠবে। আপনি মনে করলে একটা প্রিন্টআউট করে নিতে পারেন।
অন্যদিকে SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে হলে- প্রথম 5676750 নম্বর ডায়েল করে তারপর WB10<Space> Roll Number লিখে পাঠাবেন। তাহলেই আপনার রেজাল্ট চলে আসবে। এছাড়াও গুগল Play Store থেকে ‘Madhyamik Results 2022’ অ্যাপটি Download করলেও সেখানে Roll Number দিয়ে জানা যাবে মাধ্যমিকের ফল। আর একটি উপায়েও আপনি রেজাল্ট দেখতে পারেন। ww.exametc.com এই ওয়েবসাইটটিতে আগে থেকে Roll Number এবং মোবাইল নম্বর রেজিস্টার করে রাখলে ফল প্রকাশ আপনার ফোনে চলে আসবে।