টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র এক রাত, তারপরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ পূর্বেই ঘোষণা করেছে যে, ৩ জুন শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ। মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা ‘wbresults.nic.in, wbbse.wb.gov.in, exametc.com, results.shiksha, schools9.com, vidyavision.com, fastresult.in এই ওয়েব সাইট গুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবেন। তবে মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানা যেতে পারে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
জীবনের প্রথম বড় পরীক্ষা ফলে স্বভাবিক ভাবেই আশা ও আশঙ্কার দোলাচলে পরীক্ষার্থীরা। করোনা মহামারীর কারণে পরীক্ষার্থীদের দু-বছর শিক্ষাঙ্গনের বাইরেই কেটেছে। তাঁরা বেশিরভাগ সময় ক্লাস করেছে অনলাইন মাধ্যমে। গত বছর পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি। কিন্তু সেই দুর্যোগ অনেকটাই কাটিয়ে উঠে এবছর অফলাইন মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে একটা ভয় কাজ করছে।