HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, কোথায় কিভাবে দেখবেন

টিডিএন বাংলা ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে সারা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, আজ ২৪ মে বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর ১২টা নাগাদ এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তার কিছুক্ষণ পর থেকেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in -এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফলাফল দেখা যাবে। এছাড়া SMS করেও জানা যাবে ফলাফল। পাশাপাশি সেই ফলাফল প্রিন্টাউট বার করেও রাখতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এখনই ফলাফলের হার্ড কপি হাতে পাচ্ছেন না পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে স্কুলগুলি থেকে বিলি করা হবে সেই ফলাফল।

কিভাবে দেখবেন আপনার ফলাফল?

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in লিঙ্কে ক্লিক করুন।

এরপর আপনার রোল নম্বর ও জন্মতারিখ দিন নির্দিষ্ট বক্সে ও সাবমিট বাটন ক্লিক করুন।

এরপর দেখবেন আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে এসেছে আপনার স্ক্রিনে।

এবার আপনি চাইলে আপনার ফলাফলের একটি প্রিন্টাউট ডাউনলোড করে রাখতে পারেন।

এছাড়াও এসএমএসের ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে 5676750 বা 58888 নম্বরে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে। এরপরই পেয়ে যাবেন আপনার ফলাফল।

Related Articles

Back to top button
error: