HighlightNewsরাজ্য

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, কিভাবে দেখবেন 

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আর কিছুক্ষণের মধ্যেই ঘটবে মহা প্রতিক্ষার অবসান। সকাল ১০টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এমনই সিদ্ধান্তের কথা পূর্বেই জানিয়ে দিয়ে ছিল মধ্য শিক্ষা পর্ষদ। আর তার ঠিক ২ ঘন্টা পর থেকেই দুপুর ১২টা নাগাদ পরিষদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তারও কিছুক্ষণের মধ্যেই স্কুল গুলোতে পৌঁছে যাবে রেজাল্ট। আজকেই শিক্ষার্থীরা তাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন নিজ নিজ স্কুল থেকে।

কিভাবে দেখবেন আপনার ফলাফল?

পর্ষদের তরফে জানানো হয়েছে তাদের ওয়েবসাইট www.wbbse.wb.gov.in http://wbresults.nic.in www.exametc.com- এই ওয়েবসাইটগুলিতে গিয়ে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন। এ ছাড়াও এগজ়ামইটিসি, ফাস্টাররেজাল্ট-এর মতো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ আছে। এক্ষেত্রে ফলের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর, রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই ফল দেখা যাবে। ফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবে পরীক্ষার্থীরা।

 

Related Articles

Back to top button
error: