কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে এক বৃদ্ধের মরদেহ কাঁধে করে সৎকারের জন্য নিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মহিলা পুলিশ

ছবি সৌজন্যে অন্ধ্রপ্রদেশ পুলিশের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: এক অন্য কাহিনী। অন্ধ্রপ্রদেশের এক মহিলা সাব-ইন্সপেক্টর পরিচয় দিলেন অসাধারণ মানবিকতার। এক বৃদ্ধের  মৃতদেহ সৎকারের জন্য কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে গেলেন সাব-ইন্সপেক্টর শীর্ষা।নিজের কাঁধে করে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে সৎকারের জন্য হেঁটে যান কয়েক কিলোমিটার পথ।

জানা গেছে, ওই বৃদ্ধ নগ্ন অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। সৎকারের কাজে কেউ এগিয়ে আসছিলেন না। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাব-ইন্সপেক্টর শীর্ষা। ওই গ্রাম থেকে নিজের কাঁধে করে বৃদ্ধের মরদেহ বয়ে নিয়ে যান তিনি।এরপর নিজে দাঁড়িয়ে থেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য সম্পন্ন করেন তিনি।

অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ওই মহিলা পুলিশের এহেন মানবিক পদক্ষেপের জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়েছে টুইটারেতিরা।