কয়েক মাসের খরচের বকেয়া টাকা না মেলায় রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: বিগত কয়েক মাস ধরেই সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম, আনাজ, জ্বালানী প্রভৃতি খরচের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। যার ফলে এতদিন ধার-দেনা করেই কোনো রকমে চালিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। কিন্তু দীর্ঘদিন ধার পরিশোধ না হওয়ায় চাপ বাড়ছে তাদের উপরে। এমতাবস্থায় রাজ্য জুড়ে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে অর্থাভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। জ্বালানি কিনতেও খুবই সমস্যা হচ্ছে। অগত্যা অনেক কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ফলে, পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে শিশু, অন্তঃসত্ত্বা ও প্রসূতিরা।

খবরে প্রকাশ, জলপাইগুড়ির ৩৯৩৬টি অঙ্গনওয়াড়ির মধ্যে গত মাসের খাবারের খরচের বিল না মেলায় বন্ধ বা অনিয়মিত হয়ে পড়েছে অন্তত ৭০টি কেন্দ্র। উত্তর দিনাজপুরের ৩৭৮৭টি অঙ্গনওয়াড়ির মধ্যে প্রায় ৯০টি গত শনিবার থেকে বন্ধ। গত দু’মাসের বরাদ্দ পাননি পূর্ব বর্ধমানের অঙ্গনওয়াড়ির কর্মীরাও। জামালপুর ব্লকের ৫৩৪টি অঙ্গনওয়াড়ি তাই শনিবার খাবার দেওয়া বন্ধ রাখে। কেন্দ্রগুলির দরজায় কাগজে সাঁটানো ছিল— ‘গত দু’মাস ধরে নিজেদের পয়সায় সেন্টার চালানোর পরেও আনাজ, জ্বালানি ও ডিমের টাকা না পাওয়ায় বিডিও, সিডিপিও-কে জানিয়ে সারা জামালপুর ব্লকে রান্না বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল’। যদিও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। মিটিয়ে দেওয়া হবে কয়েক মাসের খরচের বকেয়া টাকা।