টিডিএন বাংলা, রানাঘাট : অবশেষে নদীয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লকের আইশমালি গ্রাম পঞ্চায়েত দখল করলো সিপিএম। দীর্ঘ ১৫ বছর পর অবশেষে হারানো পঞ্চায়েত পুনরুদ্ধার করল বামেরা । দিনভোর টানটান উত্তেজনার মধ্য দিয়ে গঠন হয় পঞ্চায়ত। এদিন সমস্ত পঞ্চায়েত লাগোয়া সমস্ত জায়গা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রশাসনের তরফ থেকে। সুত্রের খবর অনুযায়ী আইশমালি পঞ্চায়েত শেষ ২০০৩ পর্যন্ত বামেদের দখলে ছিল তারপর ২০০৮ সাল থেকে ওই পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। এবারের পঞ্চায়েত ভোটে ছাপ্পার অভিযোগ তুলে হাইকোর্টে যায় স্থানীয় সিপিএম নেতারা।
তবে এবারের পঞ্চায়েত ভোটে ২৫টি আসনের মধ্যে ১২টি আসন সিপিএম ১০টি আসন তৃণেমুল এবং ৩টি আসন বিজেপি জয়লাভ করে কার্যত প্রত্যাশা মূলক ভাবেই সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে পঞ্চায়েতের বোর্ড দখল করলো সিপিএম। মঙ্গলবার আনুমানিক বেলা ৩টের সময় অঞ্চলের প্রধান নির্বাচিত হন সিপিএম এর অনুপ বিশ্বাস। দীর্ঘদিন পর বোর্ড দখলের খবর আসতেই এলাকা জয়ের আনন্দে বিজয় উল্লাস করেন সিপিএমের কর্মী সমর্থকেরা।f