অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করেছে আদালত। শনিবার পাউরি গাড়ওয়াল জেলার দায়রা আদালত মূল অভিযুক্ত পুলকিত আর্যকে ৩০২ (খুন), ৩৫৪-এ, ৫(১)(ডি) এবং ২০১ ধারায় অভিযুক্ত করেছে। পুলকিত বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে। বিনোদ ২০২১ সাল পর্যন্ত ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সরকারে মন্ত্রী ছিলেন। বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধেও ৩০২ (খুন), ৫(১)(ডি) এবং ২০১ ধারায় অভিযোগ আনা হয়েছে।