HighlightNewsদেশ

১৮৩ আসনের ফল ঘোষণা; বিহারে ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ, দাবি বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩টি আসনের মধ্যে ১৮৩টি আসনের ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন। এনডিএ জিতেছে ৯০টি আসনে। যার মধ্যে বিজেপি ৫১, জেডিইউ ৩২, ভিআইপি ৪ এবং হাম ৩টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে, মহাজোট ৮৬ টি আসনে জয়লাভ করেছে। যার মধ্যে আরজেডি ৬০, কংগ্রেস ১৪ এবং বামেরা ১২টি আসনে জয়লাভ করেছে। এআইএমআইএম ৪টি আসনে,বিএসপি ১টি আসনে এবং নির্দলীয় ১টি আসনে জয়ী হয়েছে।

এদিকে বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বিহার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের দাবি বিহারে ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে এনডিএ।রাত ১২টা পর্যন্ত ১২৪টি আসনে এগিয়ে আছে এনডিএ, ১১১টি আসনে এগিয়ে আছে মহাজোট, এলজেপি একটি আসনে এবং অন্যান্য ৭টি আসনে এগিয়ে আছে। রাতে প্রায় ৩ ঘণ্টা নীতীশ কুমারের বাড়িতে বৈঠক করে বিহার বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সুশাসনের ওপরই ভরসা রেখেছে বিহারের মানুষ। যদিও আরজেডি ও কংগ্রেসের দাবি, মহাজোটের ১১৯ জন প্রার্থী জয়লাভ করেছেন বলে প্রথমে রিটার্নিং অফিসাররা অভিনন্দন জানালেও, পরে তাঁদের জয়ের শংসাপত্র দিতে অস্বীকার করেন আফিসারেরা। পরে তাঁদের বলা হয় তাঁরা হেরে গিয়েছেন। আরজেডির অভিযোগ, নীতীশ কুমার কারচুপি করেছেন। নিজে ফোন করে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এই অভিযোগে ইতিমধ্যেই তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে এক সাংবাদিক সম্মেলনে পাল্টা বলা হয়েছে, রাজ্যের মানুষের রায়ে পরাজিত হয়ে এবার হয়তো ইভিএমের ওপর দোষ চাপাবে বিরোধীরা। এমনকি এরপর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করা হয়েছে জেডিইউএর পক্ষ থেকে।

 

Related Articles

Back to top button
error: