টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি’র নবম-দশম ক্লাসের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আরও এক মামলা দায়েরের আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। সেই আবেদনে সাড়া দিয়ে এবার আরও একটি নতুন মামলা করার অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। নতুন ওই মামলায় অভিযোগ করা হয়েছে, মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেক ব্যক্তিকেই চাকরিতে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ওই তালিকায় সংরক্ষণের নিয়মও অমান্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছে চাকরিপ্রার্থীরা। শুক্রবার এই মামলাটির শুনানি হতে পারে বলে খবর।