টিডিএন বাংলা ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির আরও এক যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। কুন্তলের পরে এবার নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার। জানা গিয়েছে, গ্রেফতার করা হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এর আগে, ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।