HighlightNewsআন্তর্জাতিক

হামাস বিরোধী বিল পাস ব্রিটিশ সংসদে, প্রতিবাদ পাকিস্তানের রাজনীতিকদের

টিডিএন বাংলা ডেস্ক : কয়েকদিন আগেই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিসাবে পরিচিত হামাসকে নিষিদ্ধ করার কথা বলেছিলেন ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী। এবার কোনো রকমের ভোটাভুটি ছাড়াই হামাসের বিরুদ্ধে বিল পাস হয়ে গেল ব্রিটিশ সংসদে। এই বিলটির মাধ্যমে হামাসের রাজনৈতিক বিভাগ সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। বুধবার এই বিল নিয়ে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিতর্ক হয়। বহু সংসদ সদস্যই ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যদিও নিম্নকক্ষে বিলটি পাস হয়ে যায় এবং এরপর উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদনের জন্য বিলটি পাঠানো হয়। কিন্তু কোনো সংসদ সদস্য এই বিলটকে চ্যালেঞ্জ না করার ফলে হাউস অব লর্ডসেও বিলটি অনুমোদিত হয়ে গিয়েছে। অর্থাৎ এখন এই বিলটি আইনে পরিণত হয়েছে এবং আজ (শুক্রবার) থেকেই তা কার্যকর হবে।

এই ঘটনায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হামাস। বৃহস্পতিবার পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ফিলিস্তিনি ফাউন্ডেশন আয়োজিত একটি সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করায় ব্রিটিশ সরকারের কঠোর নিন্দা করেছে। তারা বলেন যে, ‘ব্রিটিশ সরকারের এই পদক্ষেপের পর এ কথা পরিষ্কার হয়েছে যে, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে।’ তারা ব্রিটিশ সরকারের এহেন আচরণ প্রসঙ্গে বলেন, ‘এই ব্রিটেনের মদদেই মুসলমানদের পূণ্যভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের জন্ম হয়েছে।’ অনেকেই প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান। একইসঙ্গে হামাসকে তারা গণমানুষের সংগঠন বলেও অভিহিত করেন।

উল্লেখ্য যে, ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল এক বিবৃতিতে বলেন, “অত্যাধুনিক সমরাস্ত্র হাতে থাকার পাশাপাশি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার মতো এমন সব উল্লেখযোগ্য উপকরণ হামাসের কাছে রয়েছে যার কারণে এটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করা যায়। আর ঠিক এ কারণে আমি হামাসের সব ধরনের তৎপরতা পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি।”

Related Articles

Back to top button
error: