টিডিএন বাংলা ডেস্ক : এমএ ফাইনাল বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ‘ওয়ান উইক’ সিরিজ বিষয়ে ইসলাম সম্পর্কে কুমন্তব্য। রাজস্থানের জয়পুরের এই ঘটনায় প্রতিবাদের ঝড়।
ঠিক কী হয়েছে ঘটনাটি? “আন্তর্জাতিক সম্পর্ক এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু শীর্ষক পেপারে একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু একটি প্রশ্ন সবার নজর কেড়েছে। প্রশ্নটি হল, ইসলামি সন্ত্রাসবাদ বলতে কী বোঝায়? সঞ্জয় প্রকাশনের ওই বইটিতে উত্তরে বলা হয়, ”ইসলামিক সন্ত্রাসবাদ জনপ্রিয় হয়ে ওঠার কারণ হল বহু রাষ্ট্রর ধারণা সন্ত্রাসবাদ হল ইসলামের রাস্তা।” এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজস্থানের মুসলিম কাউন্সিল। থানায় সঞ্জয় প্রকাশনের বিরুদ্ধে কোতয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়। এ প্রসঙ্গে প্রকাশনী সংস্থার মালিক তেজপাল জৈন দুঃখপ্রকাশ করে বলেন, ”লেখক কী লিখেছেন, তা আমাদের জানা নেই। আমরা ওয়ান উইক সিরিজের বই থেকে সরাসরি বিষয়বস্তুটি নিয়েছিলাম।যদি কেউ বিষয়টিতে ক্ষুব্ধ হন, আমি তারজন্য দুঃখিত।” জৈন আরও বলেন, “আমরা বাজারে এক সপ্তাহের সব সিরিজ ফিরিয়ে নিচ্ছি। কোনও ধর্মের সঙ্গেই আমাদের কোন শত্রুতা নেই। যদি আমরা জানতাম যে এর মধ্যে এই ধরনের বিষয়বস্তু আছে, আমরা কখনই এটা হতে দিতাম না।”
তবে এই প্রথম নয়। ইসলামকে নিয়ে জয়পুরে এর আগেও কুকথা ছড়িয়েছিল। সেবার বইটির পাবলিসার্স ছিল সঞ্জীব প্রকাশন।