নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মঙ্গলবার বিকেলে মেয়ে ও নিজের সুস্থতা এবং মঙ্গল কামনা করে পাথরচাপুরির দাতাবাবা মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফে চাদর চাপালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। করলেন বিশেষ প্রার্থনাও। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। কলকাতায় গিয়ে তার চিকিৎসা করাচ্ছিলেন। সম্প্রতি তিনি সেই চিকিৎসা পর্ব কাটিয়ে কলকাতা থেকে বোলপুরের নিজের বাড়ি ফিরেছেন।
অসুস্থতার কারণে বেশ কিছু দিন থেকেই তিনি যাবতীয় রাজনৈতিক কাজকর্ম তথা দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। বোলপুরে ফেরার দিন অনুগামীদের জনসমুদ্রের চেহারা নেয়। সেদিন মাত্র মিনিট খানেকের জন্য মাইক্রোফোন হাতে নিয়ে তাদের উদ্দেশ্যে বার্তা দেন। যদিও তারপর থেকে নিজের বাসভবন থেকে সেভাবে বের হননি। কেন্দ্রের বিজেপি সরকারের সিবিআই বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্বের ওপর নজরদারি শুরু করেছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি সেই তালিকায় আছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অভিযোগ বিধানসভা ভোটে পরাজিত হয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে বিব্রত করার চেষ্টা করছে। যদিও তাঁরা বিষয়টি বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এদিন মাজার শরীফে আসার সময় গাড়ি থেকে নামার পর অনুব্রত মণ্ডল কে দেখেই রীতিমতো অসুস্থ বলে মনে হয়েছে। সামান্য একটু চলাফেরা করতে রীতিমতো অস্বস্তি বোধ হয়েছে তার। অনুব্রত মণ্ডল বলেন,”মেয়ে ও নিজের মঙ্গল ও সুস্থ কামনা করে দাতা বাবার কাছে প্রার্থনা করেছি”।