টিডিএন বাংলা ডেস্ক: আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। ইডি সূত্রে জানা গিয়েছে, সুকন্যার ওই আবেদনের পর অনুব্রত-কন্যাকে ফের তলব করা হবে।
প্রসঙ্গত, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তের জাল আরো কড়া করে বুনতে শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে দিল্লির সদর দফতরে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারি। এর আগে, অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায় যে, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই গতকাল মণীশকে ও আজ সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়। গতবছর নভেম্বরেও অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।