টিডিএন বাংলা ডেস্ক: গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। এদিন আদালতে জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী।
উল্লেখ্য, গতকাল বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, লটারির মাধ্যমে গরুপাচারের কালো টাকা সাদা করা হয়েছিল কি না, মূলত, তাই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেইসমস্ত তথ্য ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্ট এবং গাড়ি ব্যবহার সংক্রান্ত নথিও এদিন আদালতে পেশ করে সিবিআই।