“অভিমানে ভুলবশত সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী”; তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন দীপেন্দু বিশ্বাস

টিডিএন বাংলা ডেস্ক: এবার তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন ফুটবলার ও বসিরহাট দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ২০১৬ সালে বসিরহাট দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করার পরেও এবছর বিধানসভা নির্বাচনের আগে তাকে টিকিট না দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করেছিলেন দিপেন্দু। যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে সেখানেও প্রার্থীর টিকিট পাননি তিনি। তাঁকে বিজেপির রাজ্য কমিটির স্থায়ী সদস্য করা হয়েছিল। তবে, নারদ কান্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতারের ঘটনার পরই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন দিপেন্দু। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইমেইল পাঠিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি। এরপর ফের তৃণমূলের ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দিপেন্দু।