কৃষি আইন প্রত্যাহারের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়

টিডিএন বাংলা ডেস্ক : শুক্রবার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। শীতকালীন অধিবেশনে আইনটি বাতিল করার কথা। তার আগে কৃষি বিল প্রত্যাহারের প্রাথমিক কাজ সারলেন মোদি মন্ত্রিসভা। বুধবার ক্যাবিনেট বৈঠকে কৃষি বিল প্রত্যাহারে অনুমোদন দেওয়া হল। এদিন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বুধবার প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গ বাসভবনে বৈঠকে বসে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই বৈঠকে কৃষি আইন প্রত্যাহার বিলের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী কালা আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে বড় চমক দিয়েছিলেন দেশবাসীকে। কথায় আছে, না আঁচালে বিশ্বাস নেই। তেমনই কৃষকরাও বিশ্বাস করতে পারেননি মোদির এই প্রতিশ্রুতি। যতক্ষণ না সংসদে সিদ্ধান্ত কার্যকরে ভূমিকা নেবে কেন্দ্র, ততক্ষণ জয় নিশ্চিত নয়। এমন মন্তব্য করেছিলেন কৃষক নেতারা। অবশেষে মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক কাজ সেরে নিল সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি কৃষকেরা। আইন প্রণয়ন যেভাবে হয়েছিল সেভাবেই তা বাতিলও করতে হবে। মানে সংসদে আইনটি পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রককে। এরপর সংসদে ভোটাভুটি হবে। গোটা প্রক্রিয়া শেষ হতে কতদিন সময় লাগবে তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যদি সংসদ স্বাভাবিকভাবে চলে, অধিবেশন যদি মুলতুবি না হয়, তবে দ্রুত আইন প্রত্যাহার হতেই পারে।

২৯ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে লোকসভায় পেশ হবে এই বিল। তারপর ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বিলের খসড়া। এ প্রসঙ্গে কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, “প্রধানমন্ত্রীকে আংশিক ধন্যবাদ জানিয়েছি। তবে ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন চলবে।”