প্রয়াত আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিএগো মারাদোনা

ছবি সৌজন্যে ডিএগো মারাদোনার ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিএগো মারাদোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে মস্তিষ্কে অপারেশন হয় মারাদোনার। এরপর বুধবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। মারাদোনার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বুধবার হঠাৎ এই শারীরিক অবস্থার অবনতি হয় মারাদোনার। মারাদোনার বাড়িতেই ডেকে আনা হয় চারটি অ্যাম্বুলেন্স। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়।