HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

৯৬ শতাংশ পেয়ে করিমপুরে নজির গড়ল দিনমজুর সন্তান আরিফ দফাদার

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: এবছর উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে করিমপুর এলাকায় নজির গড়েছে দিনমজুর সন্তান আরিফ দফাদার। করিমপুর-২ ব্লকের অন্তর্গত নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয় থেকে এবছর উচ্চমাধ্যমিক দিয়েছিল আরিফ। নদিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত থানারপাড়া গ্রামের এই কৃতি ছাত্রের সাফল্যে খুশি এলাকাবাসী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। এবারের রেজাল্ট স্কুলে না আসায় করিমপুর-১ ও ২ ব্লকের মধ্যে আরিফ দফাদার-ই সর্বোচ্চ নম্বরের অধিকারী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

শুক্রবার জুম্মার নামাজ পড়ে ওয়েবসাইটে রেজাল্ট দেখেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠে আরিফ। বিষয়ভিত্তিক আরিফের নম্বর- বাংলা ৯৬, দর্শন ৯৮, ভুগোল ৯৭, ফিজিক্যাল এডুকেশন ৯৮, ইতিহাস ৯২, ইংরেজি ৮৬. থানারপাড়া এইচ এম হাই মাদ্রাসা থেকে মাধ্যমিকেও আরিফ পেয়েছিল ৮৬ শতাংশ নম্বর। আরিফের ইচ্ছে বড়ো হয়ে প্রকৃত মানুষ হয়ে একজন সৎ উচ্চপদস্থ পুলিশের আধিকারিক হওয়া। দিনমজুর বাবা আসাদুল দফাদার জানিয়েছেন, ‘ছেলের রেজাল্ট শুনে গর্বে বুকটা ভরে উঠেছে। ওর স্বপ্ন পূরণের জন্য যত কষ্টই হোক আমি পরশ্রম করে যাব।’ বিকেলে আরিফ দফাদারের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানায় ছাত্র সংগঠন এসআইও-র এক প্রতিনিধিদল।

Related Articles

Back to top button
error: