HighlightNewsআন্তর্জাতিক
এফবিআই অফিসে প্রবেশের চেষ্টা সশস্ত্র হামলাকারীর! নিহত পুলিশের গুলতে
টিডিএন বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে বৃহস্পতিবার রাতে এক সশস্ত্র হামলাকারী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর অফিসে প্রবেশের চেষ্টা করে। পুলিশ ওই ব্যাক্তিকে অনেকক্ষণ আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলে গুলি করে হত্যা করে।
পরে এক সাংবাদিক সম্মেলনে এফবিআই স্পষ্ট করে বলেছে, এই হামলাকারীর পরিচয় এবং তার সম্পর্কে অন্য কোনো তথ্য প্রয়োজনীয় কারণে মিডিয়ার সঙ্গে শেয়ার করা যাবে না। হামলাকারীর বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় বিষয়টিকে গুরুতর বলে মনে করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাকারী কয়েকদিন আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এফবিআইকে টার্গেট করার হুমকিও দিয়েছিল। এরপর থেকেই ওই ব্যক্তির ওপর নজরদারি চলছিল।