আর্মেনিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করলে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেবে আর্মেনিয়া, জানালেন আর্মেনীয় প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: ইয়েরেভান আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেয়, যার মধ্যে নাগর্নো-কারাবাখ অন্তর্ভুক্ত রয়েছে, যদি সেখানে আর্মেনিয়ান জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন।

‘আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখকে অন্তর্ভুক্ত করে আজারবাইজানের ৮৬,৬০০ বর্গকিলোমিটারের অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে, ধরে নিয়েছে যে আজারবাইজান আর্মেনিয়ার ২৯,৮০০ বর্গকিলোমিটারের আঞ্চলিক অখণ্ডতা স্বীকৃতি দিতে রাজি আছে। তবে আমরা মনে করি, নাগোর্নো-কারাবাখের আর্মেনিয়ানদের নিয়ে বাকু এবং স্টেপেনাকার্টের মধ্যে আলোচনা করা উচিত,’ পাশিনিয়ান বলেছিলেন।

সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নাগোর্নো-কারাবাখকে আজারবাইজানের হাতে ছেড়ে দিলেও এতে যেন কোনো ধরনের ‘জাতিগত নিধন’ না চলতে পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চয়তারও দাবি করেন। এ সময় তিনি জানান, আর্মেনিয়া এবং আজারবাইজান বর্তমানে একে অপরের সঙ্গে সক্রিয় আলোচনায় যুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরিই দুই দেশ সব ধরনের মতপার্থক্য কাটিয়ে একটি সমাধান বের করতে সক্ষম হবে।

নিকোল পাশিনিয়ানের এই আশাবাদের জবাবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও একই ধরনে মনোভাব পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ ককেশাস অঞ্চলে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি আনা সম্ভব।’ এদিকে, আজারবাইজান এবং আর্মেনিয়ার রাষ্ট্র এবং সরকার প্রধানদ্বয় আগামী বৃহস্পতিবার (২৫ মে) রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও আলোচনায় বসবেন। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। সূত্র: তাস, দৈনিক ইনকিলাব