শ্রীনগরে বড়সড় সাফল্য সেনার; এনকাউন্টারে নিকেশ হিজবুলের শীর্ষ কমান্ডার

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: শ্রীনগরে বড়োসড়ো সাফল্য পেয়েছে সেনা। নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে হিজবুলের এক শীর্ষ কমান্ডার।শ্রীনগরের একটি বাড়িতে এক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে অভিযানে নেমে পড়ে সেনা। রবিবার সকালে এই অপারেশন চলাকালীন নিহত হয়েছে হিজলের ওই কমান্ডার। কাশ্মীরের আইজি বলেছেন, গতকাল রাতে তাঁরা শ্রীনগরের একটি বাড়িতে এক সন্ত্রাসবাদীর থাকার খবর পান। এরপর এদিন সকালে অভিযান চলাকালে ওই সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করা হয়। কাশ্মীরের ওই শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন তিনি ৯৫% নিশ্চিত যে মৃত সন্ত্রাসবাদি হিজবুলের একজন শীর্ষ কমান্ডার ছিল। তিনি বলেন এই অভিযান জম্মু-কাশ্মীরের সুরক্ষা বাহিনীর একটি বড়সড় সাফল্য।