টিডিএন বাংলা ডেস্ক : বার বার বাতিল হচ্ছে আরিয়ান খানের জামিন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে আর্থার রোড জেলেই থাকতে হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার শাহরুখ তনয়ের জামিন খারিজের পর বিরক্তি প্রকাশ করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
#AryanKhan #AryanKhanBail
Pure harassment!— Swara Bhasker (@ReallySwara) October 14, 2021
শাহরুখ তনেয়র জামিন খারিজের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিরক্তি প্রকাশ করেন স্বরা ভাস্কর। বার বার জামিন খারিজ করে আরিয়ানকে হয়রানিতে ফেলা হচ্ছে বলে মত প্রকাশ করেন স্বরা।