টিডিএন বাংলা ডেস্ক : মন্নত নয়। আর্থার রোডের জেল এখন ঠিকানা আরিয়ান খানের। বুধবারও জামিন পাননি শাহরুখপুত্র। তাই জেলেই থাকা-খাওয়া সব। কিন্তু জেলের খাবার একেবারেই মুখে তুলতে পারছেন না স্টারকিড। সূত্রের খবর, আরিয়ানের এখন নাকি সকাল-বিকেল শুধুই ভরসা জল আর বিস্কুট।
ঝাঁ-চকচকে মন্নত। এক ঝলকে যা দেখলে মনে হবে স্বর্গপুরী। সেই ঝকঝকে মন্নত থেকে অন্ধকার জেলের ঘর। জামিনের আবেদন বারবার করা হচ্ছে। কিন্তু কিছুতেই জামিন মিলছে না। ছেলে জামিন না পাওয়ায়, আস্থা হারাচ্ছেন বাবা শাহরুখ খানও। আর ভরসা রাখতে পারেননি আইনজীবী সতীশ মানশিন্ডের ওপর। জেল থেকে দ্রুত ছেলেকে বের করার জন্য আইনজীবী বদল করেছেন শাহরুখ। বর্তমানে আরিয়ানের আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে অমিত দেশাইকে। তাতেও ভাগ্য ফেরেনি আরিয়ানের। যার জেরে ধৈর্য হারাচ্ছেন আরিয়ান। সূত্রের খবর, অত্যন্ত মনমরা হয়ে গেছেন আরিয়ান। জেলের খাবার মুখে তুলতে পারছেন না। জামিন না পাওয়ার কারণে একেবারেই ভালো নেই তিনি। জেল কর্তৃপক্ষ যে খাবার দিচ্ছেন, তা দাঁত দিয়ে কাটতে পারছেন না আরিয়ান। জেলের ক্যান্টিন থেকে বিস্কুট কিনছেন। আপাতত সেটাই ভরসা বাদশা পুত্রের।
উল্লেখ্য যে দিন আরিয়ান গ্রেফতার হয়েছিলেন, মা গৌরী খান বার্গার কিনে পাঠিয়েছিলেন। মায়ের মন বলে কথা! কিন্তু সেই খাবার জেলের ভেতরে ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি। কারণ আর পাঁচজন সাধারণ কয়েদীর মত আরিয়ানও তাদের কাছে একজন সাধারণ কয়েদি। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে জামিনের আবেদনের শুনানির কথা। এখন দেখার, নতুন আইনজীবী খান পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন কিনা।