HighlightNewsরাজ্য

সপ্তমবারের মত ডিএ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, গরমের ছুটির পরে ১৪ জুলাই পরবর্তী শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: আবারও মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল শির্ষ আদালত সুপ্রিম কোর্ট। এই মোট সপ্তমবারের মত ডিএ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি গরমের ছুটির পরে ১৪ জুলাই হওয়ার সম্ভাবনা আছে বলে খবর। কারণ গরমের ছুটির জন্য আগামী ২২ মে থেকে ৩ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। গরমের ছুটি শেষ হলে তারপরেই ডিএ মামলা শুনবে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত একাধিক মামলা করা হয়। গত বছরের ৫ ডিসেম্বর সেই মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তারপর থেকে এই নিয়ে মোট সাত বার এই মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেটাও পিছিয়ে দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: