পূর্ব ঘোষণা মত বুধবারই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: পূর্ব ঘোষণা মত বুধবারই ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে নবান্নের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা রবিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরের দিন সোমবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে দ্রুত ট্রেন দুর্ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে রাজ্যে পাঠাতে নির্দেশ দিয়েছেন। আগামী কাল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের কলকাতায় ডাকা হতে পারে। এই ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।