নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ আজ রাজ্যের তিনটি বিধানসভা এলাকা ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে চলছে উপনির্বাচন। উপনির্বাচন চলাকালীন বিভিন্ন প্রান্তে ঘুরে দেখছেন সিপিএম, বিজেপি ও তৃণমূলের নেতৃবৃন্দ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভবানীপুর উপনির্বাচন পরিদর্শনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিপিএম নেতার সঙ্গে। সূত্রের খবর ভবানীপুরে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর ক্যাম্প বসেছিল পাশাপাশি। তাই ক্যাম্পে গিয়ে পাশের ক্যাম্পের সিপিএম নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিরহাদ হাকিম। একসঙ্গে বসে গল্পো করেন এবং চাও পান করেন তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, “চেতলার সংস্কৃতি হলো এখানে যে যে পার্টি করুক কখনো ঝগড়ায় জড়াইনা। আমরা সিপিএম করি আর তৃনমূল করি, ঝগড়া করবো না।” এই সৌজন্য সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম এর নেতা মিটু ঘোষ বলেন, “ববিদার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভালো। চেতলাতে নির্বাচন নিয়ে কখনো ঝামেলা হয়নি আর আমরা যতদিন আছি কখনো হবেও না।”
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024