বিজেপিকে ঠেকাতে অল্প আসনে প্রার্থী দেবেন আসাদুদ্দিন ওয়াইসি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কোনও ভাবেই যাতে বিজেপি সুবিধা না পায় তার জন্য অল্প আসনে প্রার্থী দেবেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান সাংসদ আসাদুদ্দিন ওয়েসী। শনিবার মুর্শিদাবাদের সাগরদীঘি বিধানসভায় সভা করেন ওয়াইসি। সেখানে কংগ্রেস, সিপিএম শাসনে মুসলিমরা বঞ্চিত কেন,সেই প্রশ্ন তোলেন তিনি। শাসক দলকেও আক্রমণ করেন। তাঁর মন্তব্য, মুসলিমরা দুধেল গাই নয়,মুসলিমরাও মানুষ। তাই মুসলিমদেরও খাদ্য, শিক্ষা,চাকরির অধিকার আছে। ওয়েসী জানিয়েছেন, একাধিক আসনে তিনি লড়বেন। তাঁর মন্তব্য, শুধু বিধানসভা নয়, ভবিষ্যতে রাজ্যের প্রতিটি নির্বাচনে অংশ নেবে মীম। কেবল রাজনীতি এখানে শুরু হল। কিন্তু ঠিক কতটা আসনে লড়বে মিম? অনেকে বলেন,আসাদুদ্দিন ওয়াইসির বাংলায় আগমনে বিজেপির সুবিধা হবে। আর তাই বাংলায় প্রথম রাজনৈতিক লড়াইয়ে অল্প আসনে প্রার্থী দিতে চান তিনি। মীমের একটি সূত্র বলছে, আসানসোল, ভরতপুর, সাগরদীঘি,জলঙ্গি,মালতিপুর, কালীগঞ্জ প্রভৃতি কিছু জায়গায় প্রার্থী দিতে পারে মীম। নির্দিষ্ট বাছাইকৃত আসনে লড়াই করে ভালো ফল করলে তার প্রভাব বেশি হবে। কিন্তু অনেক আসনে প্রার্থী দিয়ে শেষ পর্যন্ত ফলাফল ভালো না হলে আর তাতে বিজেপি জিতলে ওয়েসীর ‘ইমেজ’ খারাপ হতে পারে।
একটি সূত্র বলছে, বাংলায় আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে মীম কর্মীরা কাজ করবেন এই বার্তা দেওয়ার পর অনেকে পীরজাদার দলে চলে যান। আসাদুদ্দিন ওয়াইসি চেয়েছিলেন, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে মীম চলবে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার পর আব্বাস বাম-কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। সেখানে মীমের অবস্থান কী তা আজো স্পষ্ট নয়। এই অবস্থায় একটু দেরিতে হলেও ভোটের ময়দানে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মীম।