টিডিএন বাংলা ডেস্ক: আসাদউদ্দিন ওয়াইসির “গড়” হায়দ্রাবাদের পুরনিগম নির্বাচনে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি। হায়দ্রাবাদ পুরো নিগমের মোট ১৫০টি আসনের মধ্যে ৮৫ টি আসনে নেতৃত্ব দিচ্ছে গেরুয়া শিবির। অপরদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ১৭ টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এগিয়ে রয়েছে ৩৭ টি আসনে।
প্রসঙ্গত, হায়দ্রাবাদ পুরো নিগমের এই নির্বাচনী লড়াইকে লক্ষ্য রেখে নিজের সমস্ত শক্তি উজার করে দিয়েছিল বিজেপি। নির্বাচনী প্রচারে গিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। লক্ষণীয় বিষয় হলো, জিএইচএমসি এলাকার মধ্যে তেলেঙ্গানার ২৫ টি বিধানসভা এবং ৪ টি লোকসভা কেন্দ্র পড়ে। তাই এখানে শক্তি বৃদ্ধি করতে পারলে গেরুয়া শিবিরের মাটি শক্ত করা যাবে তেলেঙ্গানাতে। এর আগের বৃহৎ হায়দ্রাবাদ পৌরনিগমের নির্বাচনে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেয়েছিল ৯৯ টি আসন, এআইএমআইএম পেয়েছিল ৪৪ টি আসন। অপরদিকে বিজেপি টিডিপি জোট পেয়েছিল মাত্র ৪ টি আসন। কংগ্রেস পেয়েছিল ২ টি আসন।