HighlightNewsদেশ

“আরো একটা মসজিদ হারাতে চাই না”, জ্ঞানবাপী মসজিদ মামলার রায় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির

টিডিএন বাংলা ডেস্ক: অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জ্ঞানবাপী মসজিদের রায়কে উপাসনা স্থান আইন ১৯৯১-এর স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আইন অনুসারে কোনো ব্যক্তি কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বা তার কোনো অংশের উপাসনালয়কে একই ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন অংশের ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বার্তার কোন বিভাগের উপাসনালয়ে রূপান্তরিত করতে পারবে না।


বৃহস্পতিবার সকালে বারানসির একটি আদালতে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত রায়ের পর আসাদউদ্দিন ওয়াইসি বলেন,”আদালতের রায় উপাসনার স্থান আইন ১৯৯১-এর স্পষ্ট লঙ্ঘন। এটি বাবরি মসজিদ শিরোনাম বিতর্কে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের লংঘন।” ওয়াইসি আরো বলেন, বাবরি মসজিদের পরে আরও একটি মসজিদ হারাতে চান না তিনি।
সংবাদমাধ্যমকে এপ্রসঙ্গে ওয়াইসি বলেন,”এটি একটি স্পষ্ট লঙ্ঘন এবং আমি আশা করি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ও মসজিদ কমিটি সুপ্রিমকোর্টে যাবে। আমি একটি বাবরি মসজিদ হারিয়েছি এবং আরেকটি মসজিদ হারাতে চাইনা।”
এআইএমআইএম প্রধান আরো বলেন,”যোগী সরকারের অবিলম্বে এই লোকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত কারণ, উপাসনা স্থান আইন, ১৯৯১ স্পষ্টভাবে বলে যে, যদি কোন ব্যক্তি ১৫ আগস্ট ১৯৪৭-এ বর্তমান ধর্মীয় স্থানগুলির প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করে এবং আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে তাহলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার আদালত রায় দেয় জ্ঞানবাপী মসজিদে ভিডিও সার্ভে জারি থাকবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার এই সার্ভে শুরু হলেও তা বাধাপ্রাপ্ত হয়। মসজিদের ভেতরে ভিডিও সার্ভে শুরু করতে গেলে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক হাজার মুসলিম। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালতের রায়, সার্ভে জারি থাকবে। তবে, ১৭ মে-এর মধ্যে সার্ভের রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছে আদালত। একই সঙ্গে সার্ভের দায়িত্বে থাকা কমিশনার অজয় মিশ্রকে অপসারিত না করে, তাঁর সঙ্গে আরো একজনকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

Related Articles

Back to top button
error: