টিডিএন বাংলা ডেস্ক : নেপাল পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। বিরোধীদের চাপে ও দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জেরে লখিমপুর কাণ্ডে শেষমেশ গ্রেফতার হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। জিজ্ঞাসাবাদ পর্বে মোটেও সুর নরম করেনি মন্ত্রীর গুণধর পুত্র।
কথায় বলে, “ভাঙবে তবু মচকাবে না”। লখিমপুরে কৃষক খুনের ঘটনায় গোড়াতেই আশিসের বিরুদ্ধে খুনের চার্জ দিয়েছিল পুলিশ। বিপদ বুঝতে পেরে পালিয়ে গিয়েছিলেন নেপালে। পুলিশ সূত্রে খবর, শনিবার আশিসের গ্রেফতারির পেছনে একটি বড় কারণ তার দেশ ছাড়ার ঘটনা। গ্রেফতার হলে কী হবে, পুলিশের জেরায় একেবারেই সহযোগিতা করছেন না অভিযুক্ত। সাহারানপুরের ডিআইজি উপেন্দ্র আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রী অজয় মিশ্রর ছেলে লখিমপুরের ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র একেবারেই তদন্তে সহযোগিতা করেছিলেন না। শনিবার পুলিশের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেননি তিনি। কিছু উত্তরে চালাকির ছাপ ছিল স্পষ্ট। এইসব কারণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হবে মন্ত্রী পুত্রকে।
সূত্রের খবর, মন্ত্রীপুত্র দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে নিজের অবস্থানে অনড় ছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, ঘটনার দিন আপনিই কি গাড়ি চালাচ্ছিলেন? আগের মতই প্রথম থেকেই তার উত্তর ছিল, ‘না ‘। গাড়ি চালানোর কথা অস্বীকার করতে পুলিশ তাকে প্রশ্ন করে, ঘটনার দিন আশিসের মোবাইল লোকেশন বলছে ঘটনাস্থলের কাছেই ছিলেন আশিস। তাহলে গাড়িটা কে চালাচ্ছিল? উত্তর অধরা। আশিসের গাড়ির চালক অঙ্কিত দাসকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মন্ত্রীপুত্রের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন পুলিশ কর্তারা। সূত্রের খবর, অঙ্কিতের বয়ানের পরই বিপাকে পড়েন আশিস। ভাইরাল ভিডিওতে সাদা পোশাক পরা এক নেতাকে দেখা গিয়েছিল ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন আশিসকে সাদা পোশাকে দেখা যায়।