নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: করোনার দাপটে মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি হতে হয়েছিল গোটা দেশকে। একদিকে করোনার বাড়বাড়ন্ত অন্যদিকে লকডাউন। এই দুইয়ের জেরে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়ে অসহায় প্রান্তিক শ্রেণীরা। সমাজের সেইসব মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদের খড়গ্রামের ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’।
এবার এক জন্মান্ধ অসহায় মহিলার পাশে দাঁড়ালো তারা।
খড়গ্রাম থানার সাহপাড়া গ্রামের জন্মান্ধ সোয়েদা খাতুনের পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নেই ঘরবাড়িও। অন্যের বাড়িতে থেকে গ্রামে গ্রামে চাল টাকা চেয়ে কোনরকমে দিনাতিপাত করে বলে জানান স্থানীয়রা। সোয়েদার এই অসহায়তার কথা শোনার পরই সোসাইটির কর্মীরা তার বাকি জীবনের খাওয়ানোর সমস্ত দায়িত্ব নেয়।
এদিন সোসাইটির সদস্য আসিয়া খাতুন সাহপাড়া গ্রামে গিয়ে তাকে একমাসের চাল, ডাল, তেল, চিনি, ডিম, সব ধরণের মশলা, সবজি ইত্যাদি এবং হাতে কিছু অর্থ দিয়ে আসেন।
সদস্য সাহিন মন্ডল জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’ দরিদ্রদের জন্য নিরন্তন কাজ করে চলেছে। কখনো বন্যাপীড়িত এলাকায় ত্রাণ, কখনো দরিদ্র মেধাবীদের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদান। কখনো মুমুর্ষ রোগীর পাশে এসে দাঁড়িয়েছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। আমরা আগামী দিনে এভাবেই মানুষের জন্য কাজ করে যাবো।’