HighlightNewsদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের ‘লেডি সিংহম’ জোনমনি রাভা, মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন পরিবারের

টিডিএন বাংলা ডেস্ক: চাকরি জীবনে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি নানান বিতর্কেও জড়িয়েছেন অসমের সাব-ইন্সপেক্টর জোনমনি রাভা। মঙ্গলবার ভোরে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের এই ‘লেডি সিংহম’। জোনমনি রাভার এহেন দুর্ঘটনায় মৃত্যুর খবর জানিয়েছেন খোদ পুলিশের কর্মকর্তারাই।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নগাঁও জেলার কালিয়াবোর মহকুমার জাখালাবান্ধা থানার অন্তর্গত সারুভুগিয়া গ্রামে একটি ট্যাঙ্কারের সঙ্গে মহিলা পুলিশ অফিসারের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ছিলেন এবং তাঁর গায়ে পুলিশের পোশাক পরা ছিল না। সোমবার রাতে নিজেই গাড়ি চালিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন জোনমনি। আচমকাই জোনমনির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্র্যাক্টরের। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসমের ‘দাবাং’ মহিলা অফিসারের।

অসম পুলিশের সাব ইন্সপেক্টর জোনমনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিচিত ছিলেন। গত বছর মে মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। অসমের নওগাঁওয়ের বাসিন্দা জোনমণি রাভা শিবসাগর জেলের সাব ইন্সপেক্টর ছিলেন। বিয়ের আগে নিজের হবু বরকে প্রতারণার অভিযোগে নিজেই গ্রেফতার করেন। সেই ঘটনা সামনে আসার পরই জোনমণি হয়ে উঠেছিল মানুষের চোখের মণি। কেউ বলতেন ‘দাবাং পুলিশ অফিসার’, আবার কেউ বলতেন ‘লেডি সিংঘম’! কিন্তু সেই জোনমণি নিজেই ফেঁসে গিয়েছিলেন প্রতারণার অভিযোগে। স্থানীয় দুই কন্ট্রাক্টরের অভিযোগ ছিল, জোনমণির হবু বরের সঙ্গে তাঁরা একটি আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার নেপথ্যে ছিলেন জোনামণিই। সেই চুক্তিতে প্রতারিত হয়েছেন তাঁরা। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে জোনমণিকে। পরে তিনি জেল থেকে ছাড়া পান। যোগ দেন তাঁর পুরনো পদেই।

জখলাবান্ধা থানার একজন পুলিশ কর্মকর্তা পবন কলিতা বলেন, ‘দুর্ঘটনাটি রাত আড়াইটার দিকে ঘটে, পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিআইডি এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, উত্তরপ্রদেশ থেকে ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে নগাঁও পুলিশ সুপার লীনা দোলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

তবে, কেন কোনোও নিরাপত্তা ছাড়াই এবং সাদা পোশাকে মহিলা পুলিশ অফিসার তাঁর পার্সোনাল গাড়িতে একা অসমের দিকে যাচ্ছিলেন সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এই বিষয়ে তাঁর পরিবারের সদস্যরাও কিছু জানেন না বলেই জানা গিয়েছে। কেন তিনি বাড়ি থেকে বেড়িয়েছিলেন সে বিষয়েও পরিবারের সদস্যরা কিছু জানতেন না বলেই জানিয়েছেন। জোনমনি রাভার মা সুমিত্রা রাভার দাবি, এটি পরিকল্পিতভাবে করা হয়ছে। তাঁর মাসি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ আপনি এই বিষয়টি দেখুন এবং এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিন। দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, আমরা ন্যায়বিচার চাই।

Related Articles

Back to top button
error: