টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র থাকা অবস্থায় নূপুর শর্মা মুসলিমদের ধর্মীয় নেতা মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। যা নিয়ে তোলপাড় হয় দেশ তথা বিশ্ব। এবার সেই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার পাশ করা হল একটি নিন্দা প্রস্তাব। নূপুর শর্মার সেই বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কিন্তু এই প্রথম কোনও রাজ্যের বিধানসভায় নূপুর শর্মার সেই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হল।
এই নিন্দা প্রস্তাব সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে যখন হিংসা হয়েছিল তখন আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই মহিলাকে (নূপুর শর্মা) এখনও গ্রেফতার করা হল না কেন? আমি জানি তাকে গ্রেফতার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহের জন্য সময় চেয়েছেন তিনি। আজ তাকে পুলিশের সামনে হাজির করা হবে।’