মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সহায়তা
নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কল্যাণী: ইয়াস-ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি অর্থাৎ ওয়েবকুপার কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে ঐ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে গতকাল ওয়েবকুপার রাজ্য সভানেত্রী অধ্যাপিকা কৃষ্ণকলি বসুর হাতে ৫৩ হাজার টাকার একটি চেক তুলে দেন ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অধ্যাপক নন্দকুমার ঘোষ ও সম্পাদক ড. সুজয়কুমার মন্ডল। এঁদের সঙ্গে ছিলেন কোর কমিটির সদস্যা অধ্যাপিকা তপতী চক্রবর্তী ও কোর কমিটির আহ্বায়ক ড. মনোরঞ্জন জানা। অধ্যাপিকা কৃষ্ণকলি বসু কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দেন। সম্পাদক ড.সুজয়কুমার মন্ডল বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারীক, শিক্ষাকর্মী, ছাত্র গবেষকদের বিবিধ বিষয়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি নানান সমাজসেবামূলক কাজে প্রতিনিয়ত যুক্ত থাকি। এ ধরনের কাজে যারা সহায়তা করেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ ওয়েবকুপার কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দকে কুর্নিশ জানান শুভ উদ্যোগ নেওয়ার জন্য।