সকাল ৮:৩৫ এ রানাঘাট লোকালের দাবিতে রেল অবরোধ যাত্রীদের, নাজেহাল নিত্য যাত্রীরা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আবারও সকাল ৮টা বেজে ৩৫ মিনিটে চালু করা হোক রানাঘাট লোকাল এই দাবিতে যাত্রীদের একাংশের রানাঘাটের স্টেশনে রেল অবরোধ করে। জানা যায় রানাঘাট স্টেশন থেকে আগে রানাঘাট লোকাল ছাড়া হত। বেশ ক’মাস ধরে সেই রেলগাড়ি চলছে না। তার পরিবর্তে লালগোলা থেকে আসা একটি ট্রেন রানাঘাট থেকে ছাড়া হচ্ছে। কিন্তু যাত্রীদের অভিযোগ ওই ট্রেনটি অপরিচ্ছন্ন, দরজা ছোট। এই ট্রেন থেকে যাত্রী পড়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে। প্যাসেঞ্জারের ভিড়ও হয় খুব বেশি। আর সেই কারণেই পূর্বের ন্যয় ৮:৩৫ এর রানাঘাট লোকাল চালু করার দাবিতে রানাঘাট স্টেশনে এই রেল অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধ কারীরা।

এই রেল অবরোধের কারণে সেখানে রানাঘাট স্টেশন এর বিভিন্ন প্লাটফর্মে অনেক টেন আটকে যায়। এছাড়া রানাঘাট শাখায় শিয়ালদা বনগাঁ গেদে কৃষ্ণনগর লালগোলা বিভিন্ন প্লাটফর্মে আটকে রয়েছে বহু টেন। এই ঘটনায় নাজেহাল হয় নিত্য যাত্রীরা। হয়রানির শিকারের অভিযোগ যাত্রীদের অপর অংশের। এমতাবস্থায় অবরোধ কারীদের বুঝিয়ে এই অবরোধ তুলে দেওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনা শুরু করেন রেল পুলিশের আধিকারিকরা। দীর্ঘক্ষন পর আধিকারিকরা তাদের বোঝাতে সক্ষম হন। অবশেষে প্রায় ৩ ঘন্টা পর পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেয় অভরোধকারীরা।