মায়ানমারে সেনাবাহিনীর গুলিতে মৃত অন্তত ১১৪

Military personnel participates in a parade on Armed Forces Day in Naypyitaw, Myanmar, March 27 (Reuters)

টিডিএন বাংলা ডেস্ক: মায়ানমারে গণতন্ত্র ফেরানোর দাবিতে চলমান আন্দোলনে দমন করতে জনতার উপর নৃশংস হামলা চালায় সেনাবাহিনী। এই হামলায় অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাষ্ট্রপুঞ্জ।